আল্লাহর বাণী

 আল্লাহর বাণী

     জীবন নির্দেশনা

 

১. আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই ।

 

 

২. আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো দাসত্ব বা ইবাদত করো না ।

 

 

৩. পিতা-মাতার সঙ্গে সর্বোচ্চ সদ্ব্যবহার করো ।

 

 

৪. আত্মীয়-স্বজনের হক আদায় করো; অভাবগ্রস্ত ও মুসাফিরদের প্রতি মনোযোগী হও ।

 

 

৫. অপব্যয় সম্পূর্নরুপে নিষিদ্ধ।

 

 

৬. ব্যয়কুণ্ঠ অর্থা কৃপন হয়ো না, বেপরোয়া মুক্তহস্তও হয়ো না ।

 

 

৭. দারিদ্রের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না ।

 

 

৮. ব্যভিচারের নিকটেও যাবে না ।

 

 

৯. কাউকে হত্যা করো না ।

 

 

১০. এতিমদের সম্পদের কাছেও যেও না ।

 

 

১১. অঙ্গীকার পূর্ন করবে অর্থাৎ কিছুতেই ওয়াদা খেলাপ করবে না ।

 

 

১২. সর্বাবস্হায় মাপ সঠিক রাখবে, যেন এতটুকু হেরফের বা কমবেশি না-হয় ।

 

 

১৩. যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে লেগে থেকো না ।

 

 

১৪. পৃথিবীতে দম্ভভরে বিচরন করো না ।

 

 

 

 

                       সুত্রঃ আল-কুরআন - সুরাঃ বনি ইসরাইল (আয়াতঃ ২২-৩৭)

 

 

 

 

 



HTML Counter © ২০১৩ আলোকিত গ্রামবাংলা
Powered by Ipsita Soft
Loading... Please wait...