উন্নয়ন কার্যক্রম

 

সৃষ্টি কর্তার অসীম দয়ায় আমরা পৃথিবীতে নির্দিষ্ট সময়ের জন্য বেচেঁ আছি । সময় শেষ হলেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে । শুধু আমাদের ভাল কাজসমূহ পৃথিবীতে থাকবে ।  মানুষ তার কর্মের দ্বারা যুগ যুগ ধরে মানুয়ের হ্নদয়ের বেঁচে থাকে ।

 

রাজনগরে  ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সরকারী এবং বেসরকারী চাকুরিজীবী লোকের সংখ্যা অনেক । আবার  দরিদ্র মানুষের সংখ্যাও কম নয়। তাই যারা সমাজের উচ্চস্তরে অবস্থান করছেন সামাজিক ভাবে তাদের একটি দায়বদ্ধতা আছে । এই দায়বদ্ধতা থেকে রাজনগর এবং রাজনগরের মানুষের জন্য সামাজিক কিছু কাজ করার জন্য আমরা উদাত্ত আহবান জানাচ্ছি ।

আপনারে লয়ে বিব্রত রহিতে

আসে নাই কেহ অবনী’পরে,
সকলের তরে সকলে আমরা

প্রত্যেকে আমরা পরের তরে ।

প্রাথমিক ভাবে রাজনগরের উন্নয়ন কল্পে নিম্নলিখিত কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে । যা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে । আপনাদের পরামর্শ পেলে আরো উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া হবে ।

 

 

১। মূল সড়ক উন্নয়নঃ

রাজনগরের প্রাকৃতিক পরিবেশ বৃদ্ধিকল্পে দুই পাড়ার মূল সড়কটির সীমানা নির্ধারন করে সড়কের মাটি ফেলে রাস্তা তৈরী করা ।  সেই সাথে রাস্তার দুই পার্শ্বে বৃক্ষ রোপন করা, যা সড়কের সৌন্দর্য বৃদ্ধি করবে, অপর দিকে গাছ বড় হলে ফলমূল পাওয়া যাবে ও পরবর্তীতে গাছ বিক্রি করে অর্থ প্রাপ্তি হবে । ফলে একদিকে যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবে অন্যদিকে আর্থিক দিক দিয়ে লাভবান হওয়া যাবে ।


                                                       

 

২।  ভকেশনাল ইনষ্টিটিউটঃ

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে  লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার,ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স বিষয়ে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরী । গ্রামের সকল ছাত্রছাত্রীরা যাতে করে উপরোক্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে সে লক্ষ্যে একটি ভকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা প্রয়োজন । একই ইনস্টিটিউটের মাধ্যমে কুটির শিল্পের বিভিন্ন কাজ এবং সেলাই শিক্ষার ব্যবস্থা থাকবে।  ফলে  গ্রামের পুরুষ ও মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ।


 
                               

 

৩।  খেলার মান উন্নয়নঃ

সুস্থ মানুষিক বিকাশের জন্য সবচেয়ে বেশী প্রয়োজন খেলাধুলা । লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অবশ্যই প্রয়োজন । খেলাধুলার জন্য সবচেয়ে বেশী প্রয়োজন খেলার মাঠ । একটি আদর্শ গ্রামে খেলার মাঠ অবশ্যই থাকবে হবে । সেই লক্ষে অনতিবিলম্বে একটি খেলার মাঠ প্রতিষ্ঠা করা প্রয়োজন

 

 

 

৪।  পাঠাগার নির্মাণঃ

জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হলো বই । পৃথিবীর যে জাতি যত শিক্ষিতসে জাতি তত উন্নত   । তাই শিক্ষিত জাতি গঠনে বেশী বেশী বই পড়তে হবে । অথচ অনেকের পক্ষেই ভাল বই কেনা সম্ভব হয়ে উঠে না ।তা'ছাড়া আলোকিত মানুষ তৈরির জন্য সঠিক বইসমূহের সংগ্রহ থাকতে হবে।এই বই থেকেই মানুষ তার জীবন যাপনের নির্দেশনা পাবে আরও পাবে  মনের খোরাক।

তাই একটি পাঠাগার নির্মিত হলে এলাকার জনসাধারন বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে ।

                                           

 

৫। কর্মসংস্থানঃ

রাজনগরের অনেক লোক আছেন যারা ইচ্ছে করলেই অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর ব্যবস্থা করতে পারে্ন । অথচ সমন্বয়হীনতার কারণে এবং সঠিক সময়ে সঠিক লোকের অবস্থান জানা না থাকায় চাকুরী প্রদান করা সম্ভব হয়ে উঠে না । তাই এই ব্যাপারে সমন্বয় করে যাতে করে প্রত্যেক বেকার লোককে চাকুরী প্রদান করা যায় সে ব্যাপারে সমন্বয় সাধন করা হবে ।এ'ছাড়া স্থানীয়ভাবে কর্মসংস্থানের জন্য সহায়্তা করা হবে।

 


 


৬।  কবরস্থান উন্নয়নঃ

সঠিক রক্ষনাবেক্ষনের অভাবে গ্রামের কবরস্থানটি অরক্ষিত অবস্থায় আছে । তাই সঠিকভাবে রক্ষনাবেক্ষনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।



                

 

৭। যাকাত তহবিল গঠনঃ

যারা আর্থিক ভাবে স্বচ্চল তারা সকলেই আল্লাহর সন্তষ্টিলাভের জন্য কম বেশী দান খয়রাত করে থাকেন । অথচ বিচ্ছিন্নভাবে দান করার ফলে দানের অর্থ খুব একটা কাজে আসেনা । তাই উক্ত দানের অর্থ যাতে সঠিকভাবে সঠিক স্থানে দেয়া যায় সে উদ্দেশ্যে রাজনগর উন্নয়ন কর্তৃপক্ষ একটি যাকাত তহবিল গঠনের সিদ্ধান্ত গ্রহন করেছেন । উক্ত তহবিল থেকে প্রকৃত হকদার চিহ্নিত করে স্থায়ী গৃহ নির্মান, চিকিৎসা এবং কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে । ফলে পরবর্তীতে সাহায্য- গ্রহীতারা কখনো যেন পরমুখাপেক্ষী না হয় । এ বিষয়ে আগ্রহীদের যাকাত, ফেতরা, সদকা, অনুদান এবং ব্যক্তিগত মান্নতের টাকা রাজনগর উন্নয়ন কর্তৃপেক্ষের তহবিলে জমা দেয়ার জন্য সমাজের সকল স্বচ্ছল দানশীল ব্যক্তিদের কাছে সবিনয় অনুরোধ করা হলো ।


উপরোক্ত প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে রাজনগরের আপামর জনসাধারন প্রত্যক্ষ এবং  পরোক্ষভাবে উপকৃত হবে । তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ; আসুন, আমরা সকলে মিলে রাজনগরের উন্নয়নকল্পে সকলের অংশদারিত্বের মাধ্যমে রাজনগরকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলি । আপনার সামান্য আর্থিক সহযোগিতায় রাজনগর গ্রামটি সমৃদ্ধ হতে পারে ।






HTML Counter © ২০১৩ আলোকিত গ্রামবাংলা
Powered by Ipsita Soft
Loading... Please wait...