কেন উদ্যোগ

 

ব্যক্তি বা গ্রামের ছোট্ট একটি সফলতার কাহিনী এখন দ্রুত পৌঁছে যায় পাশের বাড়িতে, গ্রামে, পাশের গ্রামে – একটি সফলতার সঠিক অনুসরণে হাজারো মানুষ হয় লাভবান।

 

এভাবেই এগিয়ে চলেছে বাংলার গ্রাম তথা মানুষগুলো – নিঃশব্দে... নিভৃতে... অক্লান্ত পরিশ্রমে...... মিলেমিশে কাজ করার আনন্দে।

 

আমরা পৌঁছে দেব এই সফলতার কাহিনী নিজ গ্রাম বা পাশের গ্রাম ছেড়ে, আরও দূরে, বাংলাদেশের যেকোনো নিভৃত গ্রামে... যা আজ সম্ভব তথ্য প্রযুক্তির কল্যাণে।

 

কৃষি, মাছের চাষ, পশুপালন, কুটির শিল্প বা কোনো সাফল্য যা অন্যকে অনুপ্রানিত করে, লাভবান করে – তা আমরা খুঁজে এনে উপস্থাপিত করবো আমাদের এই তথ্য-প্রযুক্তির “পোর্টাল” আঙ্গিনায়।

 

এই পোর্টাল আমাদের নয়, সারা বাংলাদেশের মানুষের। শুধু শুরুর প্রচেষ্টাটুকু আমাদের......

 

এখানে সাফল্যের কাহিনীর পাশাপাশি থাকবে তার বিশদ বর্ণনা, প্রযুক্তি ও প্রয়োগ কৌশল। এই সাফল্যের অভিজ্ঞতা ও কৌশল অনুসরণ করে যে কেউ তার নিজ এলাকায় হতে পারে একই সফলতায় উদ্ভাসিত।

 

আমরা সাফল্য কাহিনীর পাশাপাশি তার যথাযথ প্রযুক্তি ও বাস্তবায়ন কৌশল অত্যন্ত সহজে উপস্থাপন করবো, ভাষায় – ছবিতে – অংকনে – অডিও ও ভিডিও চিত্রে।

 

এখানে ব্যবস্থা থাকবে যেন আগ্রহী মানুষেরা  সরাসরি যোগাযোগ করতে পারেন তার চাহিদা মাফিক সাফল্য অর্জনের নায়কের সাথে। আমাদের সীমিত সঙ্গতির সাথে মিল রেখে ধাপে ধাপে আমরা তা বাস্তবায়ন করবো। তাছাড়াও থাকবে দিন-রাত ২৪ ঘণ্টা আগ্রহীদের সেবা দান; ফোন, ই-মেইল, চিঠি ও তথ্য প্রযুক্তির অন্যান্য আধুনিক মাধ্যম ব্যবহার করে।

 

আমাদের এই পোর্টালে আমরা এমন ব্যবস্থা রেখেছি যাতে সহজেই যে কেউ তার নিজের গ্রামটিকে এখানে সংযুক্ত করতে পারেন। তাহলে একই সাথে আপনার গ্রামের সব প্রয়োজনীয় তথ্যই এখানে দিনে দিনে যোগ হবে – অনেকের সহায়তায়।

 

প্রতিটি গ্রামবাসীর রয়েছে সুন্দর জীবন যাপনের আকাঙ্ক্ষা। সেজন্যে এই পোর্টালে থাকবে নূন্যতম খরচে ১/২/৩ কোঠার টেঁকসই বাড়ি তৈরির প্রযুক্তি ও বাস্তবায়ন কৌশল, প্রাকৃতিক আলোয় ভরপুর বাড়ি, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা (আর্থিক সঙ্গতির সাথে মিল রেখে),স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বাবস্থা। শিক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার দিক নির্দেশনা দেয়া। কথায় নয় কাজে।

 

পরিশেষে আমাদের আহবান থাকবে এদেশের সকল মানুষের কাছে তারা যেন এমন সফলতার কাহিনী আমাদের কাছে পৌঁছে দেন - ফোন করে, চিঠি লিখে, ই-মেইলে অথবা অন্য কোন প্রযুক্তির মাধ্যমে। আমাদের আগাম কৃতজ্ঞতা তাদের  প্রতি - তাদের ভালবাসার প্রতি যে ভালবাসার দেশ আমাদের এই বাংলাদেশ।

 



HTML Counter © ২০১৩ আলোকিত গ্রামবাংলা
Powered by Ipsita Soft
Loading... Please wait...