কৃষকপ্রিয় এনএটিপির ফিয়াক সেন্টার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে স্থাপিত জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি) অধীনে কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্রগুলো (ফিয়াক) দিন দিন কৃষকপ্রিয় হয়ে উঠছে। উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১০ সালে স্থাপন করা ফিয়াক সেন্টারটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের হাজারো ভুক্তভোগী কৃষকের কৃষি, মৎস্য, পশু তথ্য সেবার জন্য এক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এ কেন্দ্র স্থাপনের মুহূর্তে এর গুরুত্ব না থাকলেও বর্তমানে কেন্দ্রটির অপরিসীম গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।

 

প্রতিদিন ২ থেকে আড়াই শতাধিক কৃষক, মৎস্য চাষী, গবাদিপশু ও পোল্ট্রি ফার্মের মালিক এ ফিয়াক সেন্টার থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে ভিড় করে থাকেন। সরেজমিন গিয়ে দেখা গেছে এলাকার কৃষকরা প্রতিনিয়ত এ ফিয়াক সেন্টারে এসে কৃষি সামগ্রী উৎপাদন ও আবাদের নতুন নতুন প্রযুক্তি, ক্ষেতের রোগবালাই দমনের পরিবেশবান্ধব প্রাকৃতিক পদ্ধতি গ্রহণ, উন্নত মৎস্য চাষ, পশুপালনের জন্য সঠিক পরামর্শ ও তথ্য নিয়ে যাচ্ছেন। ফলে কৃষি-মৎস্য চাষাবাদ ও পশুপালনের ক্ষেত্রে বিপদগ্রস্ত বা উদ্যমী কৃষক কোনো পরামর্শ নিতে, ক্ষেতের কাজ, গৃহস্থালি কাজ ফেলে অনেক পথ অতিক্রম ও দীর্ঘ সময় ব্যয় করে এখন আর উপজেলা শহরে আসতে হয় না। ইউনিয়নে এনএটিপির ফিয়াক সেন্টার থাকায় তারা সহজেই এলাকায় বসেই সঠিক পরামর্শ ও তথ্য পেয়ে যাচ্ছেন।

 

এতে করে কৃষকের মূল্যবান সময় ও শ্রম দুটোই সাশ্রয় হচ্ছে। এতে এ ফিয়াক সেন্টারে ফসলী মাঠের কৃষি সহায়তা ছাড়াও মৎস্য চাষ ও পশুপালনের ক্ষেত্রে ভুক্তভোগীরা সঠিক পরামর্শ ও তথ্য সেবা পেয়ে থাকেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ এ প্রতিনিধিকে জানিয়েছেন, জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি) অধীনে ইউনিয়ন ভিত্তিক কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এতে কৃষক সমাজ উপকৃত হওয়ার পাশাপাশি কৃষকরা সহজেই নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে ফসল উৎপাদন, মাছ চাষ বৃদ্ধি ও প্রাণিসম্পদ রক্ষায় স্বল্প সময়ে অভিজ্ঞতা অর্জন করে সফলতা পাচ্ছেন।



HTML Counter © ২০১৩ আলোকিত গ্রামবাংলা
Powered by Ipsita Soft
Loading... Please wait...