ফল বাগান - পতিত জমিতে

বাণিজ্যিক ফল বাগানের মডেল: দেশের আবহাওয়া, মাটির প্রকৃতিগত অবস্থা, গাছের উচ্চতা, ক্যানপি ও শেড লাভিং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চারটি মডেল সম্পর্কে বর্ণনা করা হল:

 

পদ্ধতি - এক: সড়ক পথ এবং রেল পথের দু’ধারে বাণিজ্যিক ফল বাগান: হাইওয়ে/প্রশস্ত রাস্তা,রেল পথের দু’ধারে চারার রোপণ দূরত্ব বজায় রেখে তাল, খেজুর, গোলপাতা, নারিকেল, পামওয়েল, আম, কাঁঠাল, কুল, আমড়া, লিচু, জলপাই, পেয়ারা, কমলা, তেঁতুল ইত্যাদি এবং সরুরাস্তাগুলোর দু’ধারে তাল, খেজুর, গোলপাতা, নারিকেল, পামওয়েলের চারা রোপণ করতে হবে।

 

পদ্ধতি - দুই: পাহাড় ও টিলায় বাণিজ্যিক ফল বাগান: পাহাড়টিলায় চারার রোপণ দূরত্ব বজায় রেখে তাল, খেজুর, গোলপাতা, নারিকেল, পামওয়েল, সুপারি, কমলা, আম, কাঁঠাল, কুল, জলপাই, আমড়া, লিচু, পেয়ারা, কাজু বাদাম, তেঁতুল ইত্যাদি এবং ফাঁকা স্থানগুলোতে আনারস, পেঁপে, লেবু, কলা, করমচা, ডালিম ফলের চারা রোপণ করতে হবে।

 

দ্ধতি - তিন: বাঁধ, বেড়ি বাঁধ ও উপকূলীয় এলাকায় বাণিজ্যিক ফল বাগান: চারা লাগানোর নির্ধারিত দূরত্ব বজায় রেখে তাল, খেজুর, গোলপাতা, নারিকেল, বেল, পামওয়েল ও সুপারির চারা রোপণ করতে হবে।

 

পদ্ধতি -চার: জমির আইলে বাণিজ্যিক ফল বাগান: জমির আইলে ২৫ থেকে ৩০ ফুট পর পর তাল, খেজুর, গোলপাতা, নারিকেল ও পামওয়েল চারা রোপণ করলে ভাল ফলন পাওয়া যাবে।



HTML Counter © ২০১৩ আলোকিত গ্রামবাংলা
Powered by Ipsita Soft
Loading... Please wait...