ভান্ডারিয়ায় ডিম ফুটানোর সোলার ইনকিউবেটর

পিরোজপুরের ভান্ডারিয়ায় কৃত্রিম উপায়ে হাঁস- মুরগির ডিমফুটানো সোলার ইনকিউবেটর কার্যক্রম শুরু হয়েছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের পরামর্শক ড. সি.এস করিম কার্যক্রম উদ্বোধন করেন।

 

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) বাস্তবায়নাধীন জরুরি পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পে ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামেপূর্ব রাজপাশা প্রাণিসম্পদ কৃষক মাঠ স্কুলে পরীক্ষামূলকভাবে গতকাল বুধবার এ সোলার ইনকিউবেটরে ডিম ফুটানো শুরু হয়। গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি সুগত তালুকদার, আবু সাইদ মিয়া, শরিফুল হক, রেজাউলকরিম, দাউদ ফারহান, মো. মনিরুজ্জামান প্রমুখ। ১০০ জন দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ১০টি করে হাঁস বিতরণ করা হয়।

 

মাঠ স্কুলের সদস্যরা যাতে হাঁসের বাচ্চা উৎপাদন করে স্বাবলম্বী হতে পারে এবং এলাকায় মানুষ যাতে আয় বর্ধক হিসেবে হাঁস পালনে উৎসাহী হয় ও উন্নতজাতের হাঁসের বাচ্চা স্থানীয়ভাবে উৎপাদন ও সংগ্রহ করতে পারে সে লক্ষ্যে পরীক্ষামূলক ভাবে মাঠ স্কুলগুলোতে একটি করে সোলার ইনকিউবেটর স্থাপন করা হচ্ছে। কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে ভান্ডারিয়ায় ১০০০টি সোলার ইনকিউবেটর স্থাপন করা হবে।



HTML Counter © ২০১৩ আলোকিত গ্রামবাংলা
Powered by Ipsita Soft
Loading... Please wait...